“ প্রধান শিক্ষকের বাণী ”
মোঃ দাদন মিয়া
প্রধান শিক্ষক
শহীদ বুদ্ধিজীবী ডাঃ হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়
পদ্মা নদীর তীরে অবহেলিত চরভাগা একটি প্রত্যন্ত অঞ্চল। এই নদী ভাংগন কবলিত পদ্মা নদীর তীরে অবস্থিত আমাদের শহীদ বুদ্ধিজীবী ডঃ হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। চর এলাকায় অবস্থিত হওয়ায় এর মূলভূমি প্রায় নদী ভাংগনের কবলে পতিত হয়। নদী ভাংগনের সাথে “ভাংগা গড়া’’ জীবন সংগ্রাম নিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের পথ চলা। এই এলাকার লোক জন দীর্ঘ দিন ধরেই নিম্নমানের জীবন যাপন করে আসছে। এখানকার মানুষ শহরের উন্নত জীবনযাপন হতে বঞ্চিত এবং শিক্ষা ও আয়রোজগারের সীমাবদ্ধতার কষাঘাতে জর্জরিত। এই অঞ্চলে অবহেলিত ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। সেই লক্ষ্য সামনে রেখেই আমরা প্রায় দুই যুগধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এর ফলশ্রুতিতে প্রতিবছরেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে। শুধু ভালো ফলাফল নয় সৃজনশীল এবং কিভাবে ভালো মানুষ হওয়া যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পথ চলা। পরিশেষে কাজী নজরুলের অগ্রপথিক কবিতার লাইন গুলি স্বরন করে আমি আমার লেখা শেষ করছি।